ক্রিস্টাল প্যালেস ০–৩ ম্যানচেস্টার সিটি



he first half of the match against Crystal Palace at Selhurst Park. Erling Haaland was only able to touch the ball twice in the opponent's box during this time. But for a striker like Haaland, being able to touch the ball twice is enough to score.

সেটাই দেখা গেল ৪১ মিনিটে। ম্যানচেস্টার সিটি রাইটব্যাক মাতেউস নুনেস ডান প্রান্ত থেকে ক্রস করেন ক্রিস্টালের বক্সে। উদ্দেশ্য ছিলেন বক্সের ভেতর দাঁড়ানো হলান্ড। ম্যানচেস্টার সিটির ৯ নম্বর তখন বল পাওয়ার আগে একবারও বল স্পর্শ করতে পারেননি। কিন্তু প্রথমবার পাওয়া সুযোগেই করলেন ‘টেক্সটবুক হেড’—বল ক্রিস্টালের গোলকিপার ডিন হেন্ডারসনের বাঁ প্রান্ত গলে জালে। গোল!

Comments